আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৪ জানুয়ারি: চাল ভাঙ্গাতে গিয়ে মারামারির ঘটনায় পুলিশ গ্রেফতার করল দুই জনকে। ঘটনাটি ঘটেছে বুধাবার বিকেলে গোপীবল্লভপুর থানার বর্গিডাঙা এলাকায়। মকরের আগের রাতে চাল ভাঙ্গাতে গিয়ে এই মারমারির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বেলদুয়ার এলাকার রাহুল দাস এবং আভিষেক দাসকে গ্রেফতার করা হয়েছে। এরা সম্পর্কে দুই ভাই বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্গিডাঙা এলাকায় তপন দাসের চাল ভাঙ্গানোর মেশিন রয়েছে। তপনবাবুদের অভিযোগ, অভিযুক্তরা চাল ভাঙ্গাতে এসে দোকেনের সামনে বাইকের এক্সেলেটরে চাপ দিয়ে বার বার ধুলো ওড়াচ্ছিল। সেই ঘটনায় তপনবাবুর ভাইরা প্রতিবাদ করেন। এরপর বিকেলে ওই যুবকরা তাদের সঙ্গী সাথী নিয়ে এসে তপনবাবু, তার ভাই পুলক দাস, অলোক দাসকে বেধড়ক মারধর করে। অভিযোগ, বাটখারা দিয়ে তাদের মাথা, মুখ ফাটিয়ে দেওয়া হয়।
গুরুতর জখম পুলক দাসকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়ে। তপনবাবুর বৃদ্ধা মাকেও মারা হয় বলে অভিযোগ। এই ঘটনায় চার জন অহত হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তপন দাসরা থানায় অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই জনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাদের ঝাড়গ্রাম আদালতে তোলে।