সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৭ ডিসেম্বর: বনগাঁয় কাপড়ের দোকান থেকে টিন কেটে নগদ টাকা সহ কয়েক লক্ষ টাকার জিনিস চুরির ঘটনায় দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম শিব বিশ্বাস ও শুভঙ্কর বিশ্বাস।
গত মঙ্গলবার রাতে অন্ধকারে বনগাঁ শহরের অভিযান মোড় সংলগ্ন এলাকায় একটি কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। দোকানের পিছন দিকের টিন কেটে দোকানে ঢুকে দোকানের সমস্ত সামগ্রী চুরি করেছে দুষ্কৃতিরা এমনটাই অভিযোগ করেন দোকানের মালিক। দোকানদারের অভিযোগ, অনুযায়ী প্রায় লক্ষাধিক টাকার মালপত্র চুরি গেছে তার দোকান থেকে। নতুন জামা-কাপড়ের পাশাপাশি নগদ প্রায় ৮ হাজার টাকা চুরি গেছে এমনটাই জানিয়েছিলেন তিনি। সেই ঘটনার তদন্তে নেমে বনগাঁ থানার পুলিশ বনগাঁ থানার কালিতলা চত্বর থেকে দুই যুবককে গ্রেফতার করে তাদের নিজ বাড়ি থেকে। ধৃত দুই যুবকের কাছ চুরি যাওয়া সামগ্রীও উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।