পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ জানুয়ারি: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশনের পেনশনার শাখার প্রথম বার্ষিকী ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মাদপুরে। সম্মেলনে সংগঠনের পতাকা উত্তলন করেন জেলা কমিটির অন্যতম আহ্বায়ক দিলীপ কুমার সরখেল। প্রদীপ জ্বালিয়ে প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করেন জেলা কমিটির অন্যতম আহ্বায়ক মদন মোহন ভট্টাচার্য। সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন পান্নালাল বেরা। আয় ব্যায়ের হিসাব পেশ করেন মনোরঞ্জন দে। সম্পাদকীয় প্রতিবেদন ও আয় ব্যায় হিসাবের উপর উপস্থিত প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ পর্যালোচনার পর তা গৃহীত হয়।
সম্মেলনে বক্তব্য রাখেন জেলা পরিষদের সহ- সভাধিপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি, ২নং ব্লক সভাপতি তৃষিত মাইতি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশনের নেতৃত্ব অনিন্দিতা সাউ, শ্রীমন্ত ভট্টাচার্য, পেনশানার শাখার জেলা নেতৃত্ব স্বপন সিনহা, শংঙ্কর ঘোষ সহ অনান্যরা।
২০২৫ সালের জন্য ৩৩ জন সদস্যকে নিয়ে একটি শক্তিশালি ব্লক কমিটি গঠন করা হয়। সভাপতি, কার্যকরী সভাপতি ও কোষাধ্যক্ষ হিসেবে যথাক্রমে বীরেন্দ্রনাথ গিরি, পান্নালাল বেরা ও মনোরঞ্জন দে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। সম্মেলনে প্রায় ২০০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বীরেন্দ্রনাথ গিরি।