সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১ জানুয়ারি: বর্ষবরণের রাতে কলকাতায় দ্বিতীয় হুগলি সেতুর ওপর ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। আহত হয়েছে তার তিন বন্ধু। বর্ষবরণের রাতে সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা বিরল বলেই দাবি পুলিশের।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে বর্ষবরণের পার্টি সেরে পার্কস্ট্রিট থেকে ফিরছিলেন আশিক এবং তার তিন বন্ধু। আশিক সহ তার বন্ধু হাওড়া ডোমজুড় এবং একজন হাওড়ার বাঁকরার বাসিন্দা। রাত ১১ টা ৪০ নাগাদ দ্বিতীয় হুগলি সেতুতে ১টি গাড়ি ও ২টি বাইককে ধাক্কা মারে একটি বেপরোয়া ট্রাক। দুর্ঘটনায় এক বাইক আরোহী আশিক শেখের মৃত্যু হয়। গুরুতর জখম আরও ৩ যুবক ভর্তি এসএসকেএমে। ঘটনার জেরে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয়।