Express train, Roorkee, রুরকি স্টেশনে দুটি এক্সপ্রেস ট্রেনের সাময়িক বিরতি

আমাদের ভারত, ১৯ আগস্ট: আগামী ২৪ আগস্ট থেকে ০৮ সেপ্টেম্বর পর্যন্ত রুরকিতে ‘পীরণ কালিয়ার মেলা’ চলাকালীন রুরকি স্টেশনে পাঁচ (৫) মিনিটের জন্য দুটি (০২)টি এক্সপ্রেস ট্রেনের অতিরিক্ত বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

১২৩১৭ কলকাতা- অমৃতসর অকাল তখত এক্সপ্রেস এবং ১২৩১৮ অমৃতসর- কলকাতা অকাল তখত এক্সপ্রেস যথাক্রমে বেলা সওয়া ১০টা এবং বেলা ১২ টায় রুরকি পৌঁছাবে। ১২৩৫৭ কলকাতা- অমৃতসর দুর্গিয়ানা এক্সপ্রেস এবং ১২৩৫৮ অমৃতসর- কলকাতা দুর্গিয়ানা এক্সপ্রেস যথাক্রমে বেলা সওয়া ১০টা এবং ১২:০০ টায় রুরকি পৌঁছাবে।

তাছাড়া, বেরেলিতে ‘উর্স আলা হযরতে’-এর জন্য ২০ আগস্ট ১২৩১৭ কলকাতা- অমৃতসর অকাল তখত এক্সপ্রেস এবং ১২৩৫৭ কলকাতা- অমৃতসর দুর্গিয়ানা এক্সপ্রেসের বরেলি স্টেশনে স্টপেজের সময় ২ মিনিটের পরিবর্তে ৫ মিনিট বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, উভয় ট্রেনই সকাল ৬:১৪ টায় বরেলি স্টেশনে পৌঁছাবে এবং সকাল ৬:১৬ টায় ছেড়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *