সাথী দাস, পুরুলিয়া, ২৪ আগস্ট: পুরুলিয়ার ঝালদার তুলিন অঞ্চলের বিজেপি, কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক দলের সমর্থিত ১৮৪টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করল। ঝালদা ১ ব্লক তৃণমূল কংগ্রেস সূত্রে জানানো হয়, ওই পরিবারগুলির প্রতিনিধিদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল জেলা সভাপতি গুরুপদ টুডু। ছিলেন ওই বিধানসভা এলাকার আহ্বায়ক তথা জেলাপরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল জেলা যুব সভাপতি সুশান্ত মাহাতো।

এদিন দলে যোগ দেওয়ার তালিকায় বিজেপির স্থানীয় মন্ডলের কার্যকর্তা বুদ্ধেশ্বর মাহাতো সহ কয়েকজন কংগ্রেস কর্মী যোগদান করেন। আর এই যোগদানে তুলিন অঞ্চলে আরও শক্তিশালী হল দল বলে দাবি তৃণমূল কংগ্রেসের।

