রেলের চূড়ান্ত চ্যালেঞ্জ! বুধবার থেকে রাজ্যে চালু হচ্ছে ১৮১ জোড়া লোকাল ট্রেন

রাজেন রায়, কলকাতা, ৫ নভেম্বর: আগামী বুধবার, ১১ নভেম্বর থেকে রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন।বৃহস্পতিবার নবান্নে রেল রাজ্য বৈঠকের পর এমনটাই চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তবে আপাতত ১৮১ জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে রেল ও রাজ্য প্রশাসনের বৈঠকে, যার মধ্যে শিয়ালদহ থেকেই চলবে বেশি সংখ্যায় ট্রেন। এর মধ্যে শিয়ালদহ ডিভিশনে চলবে ১১৪ জোড়া ট্রেন এবং হাওড়া ডিভিশনে ৫০ জোড়া। বাকি ট্রেনগুলি খড়্গপুর ডিভিশনে চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

কোথায় কত সংখ্যক ট্রেন চলবে, তা রাজ্যের ওপরেই ছেড়ে দেওয়া হয়েছিল। একই সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করার নির্দেশ দেওয়া হয়ে়ছিল। সেইমতো আপাতত ১৮১ জোড়া লোকাল চূড়ান্ত করা হয়েছে। আর পুরনো সময়সূচি অনুযায়ীই ট্রেন চালানো হবে।

তবে ট্রেন চালানোর পাশাপাশি প্রত্যেকটি স্টেশনে ও ট্রেনে কোভিড প্রোটোকল মেনে চলার ব্যাপারে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। আগের মতো কাউন্টার থেকে টিকিট কেটেই ট্রেনে ওঠা যাবে। মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার আবশ্যিক করা হয়েছে। আর দূরত্ববিধি মানতে জনসচেতনতায় জোর দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *