দীপাবলির আগে নিরাপত্তা চেয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চিঠি ১৮০ হিন্দু সংগঠনের

আমাদের ভারত, ১৬ অক্টোবর: দীপাবলির আগে নিরাপত্তা চেয়ে ১৮০ টি হিন্দু সংগঠন ও মন্দিরের তরফে চিঠি দেওয়া হয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রীকে। সম্প্রতি বার্মিংহাম ও লিয়েস্টারে যে সাম্প্রদায়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, তার থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন সে দেশের ভারতীয় হিন্দুরা। তাই দীপাবলির সময় সার্বিক নিরাপত্তা চেয়েছেন তারা ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে।

ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে গত মাসে উত্তপ্ত হয়ে উঠেছিল ব্রিটেনের লিয়েস্টার শহর। সম্প্রদায়িক উত্তেজনা ছড়ায় একাধিক শহরে। প্রায় তিন সপ্তাহ ধরে সাম্প্রদায়িক হিংসা চলার পর এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। কিন্তু পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছিল যে নিরাপত্তাহীনতায় ভুগছেন সেখানকার হিন্দুরা। কারণ আগে আক্রমন ছিল সোশ্যাল মিডিয়ায় বা পরোক্ষে। কিন্তু এবারের ঘটনায় স্কুল ও কর্মস্থলেও আক্রমণ হয়েছে বলে অভিযোগ হিন্দুদের।

সামনেই রয়েছে হিন্দুদের অন্যতম বড় উৎসব দীপাবলি। আর দীপাবলিতে যাতে কোনো রকমের হিংসার ঘটনা না ঘটে সেই কারণে নিরাপত্তা চেয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রসকে চিঠি দিয়েছেন সেখানকার বসবাসকারী হিন্দুরা। সূত্রের খবর, কমপক্ষে ১৮০টি হিন্দু সংগঠন ও মন্দির কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীকে নিরাপত্তার আর্জি জানিয়ে চিঠি দিয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে এখনও পর্যন্ত তাদের ভয় দেখানোর পাশাপাশি শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে। এমনকি সোশ্যাল মিডিয়াতেও হয়রানির শিকার হচ্ছেন তাথা। তাই দীপাবলী উৎসবে যাতে কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য নিরাপত্তা চেয়েছেন হিন্দুরা।

গত মাসে মুসলিম ও হিন্দু সম্প্রদায়িক উত্তেজনায় উত্তপ্ত হয় লিয়েস্টার। ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে শুরু হয়েছিল উত্তেজনা। ক্রমশই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনকি অনেক হিন্দু পরিবার আতঙ্কে ঘরও ছাড়েন‌। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হয় ব্রিটিশ প্রশাসন। ব্রিটিশ সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই ঘটনায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সেখানে বসবাসকারী হিন্দুরা অশান্তি ছড়ানোর জন্য মৌলবাদী সংগঠন গুলিকে দায়ী করেছে। সমস্ত হিন্দু সংগঠনের তরফে চিঠি দেওয়া হয়েছে যেগুলোর মধ্যে রয়েছে লিডসের শ্রী স্বামীনারায়ণ মন্দির, বিজেপির বিদেশি বন্ধু, ম্যানচেস্টারের ইসকন ও বিশ্ব হিন্দু পরিষদ।

4 thoughts on “দীপাবলির আগে নিরাপত্তা চেয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চিঠি ১৮০ হিন্দু সংগঠনের

  1. Partha Sarathi Ghosh says:

    আপনাদের সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয় তাতে আমি ভীষণভাবে আপ্লুত।

  2. Partha Sarathi Ghosh says:

    আপনাদের সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয় তাতে জনগন ভীষণভাবে উপকৃত হচ্ছে এবং হবে।

  3. Ridendick Mitro / ঋদেনদিক মিত্রো says:

    আপনারা খুব আপডেট সংবাদ করেন। এবং আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *