জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২২ জুলাই:
বুধবার ঝাড়গ্রাম জেলা বিজেপি শিক্ষক সেলে আঠারো জন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক যোগ দিয়েছেন। গিধনি, ঝাড়গ্রাম, বিনপুর, লালগড়, হাড়দা, মানিকপাড়া এবং গোপীবল্লভপুর এলাকার স্কুলগুলি থেকে শিক্ষকরা ঝাড়গ্রাম শহরের বিজেপি কার্যালয়ে এসে বিজেপির শিক্ষক সংগঠনে যোগ দেন বলে জেলা বিজেপি সূত্রে জানাগেছে।


