Job Fair, ১৭-তম রোজগার মেলা: ৪০-টি স্থানে অনুষ্ঠিত, ৫১,০০০-এর বেশি নিয়োগপত্র

আমাদের ভারত, ২৪ অক্টোবর: শুক্রবার দেশের ৪০-টি স্থানে ১৭-তম রোজগার মেলা অনুষ্ঠিত হলো। ওই সব জায়গায় ৫১,০০০-এর বেশি যুবক-যুবতী তাদের সরকারি নিয়োগপত্র পান। এই অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী ডা: জিতেন্দ্র সিংহ।

ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, “রোজগার মেলার ভাষণে প্রধানমন্ত্রী বলেন, এ পর্যন্ত ১১ লক্ষের বেশি নিয়োগপত্র দেশব্যাপী অনুষ্ঠিত রোজগার মেলার মাধ্যমে দেওয়া হয়েছে। বিকশিত ভারত রোজগার যোজনা-র আওতায় সরকার দেশের ৩.৫ কোটি যুবক-যুবতীর জন্য কর্মসংস্থানের সুযোগ দিতে চায়।

প্রধানমন্ত্রী বলেন যে, ‘স্কিল ইন্ডিয়া মিশন’ এবং ‘ন্যাশনাল কেরিয়ার সার্ভিস পোর্টাল’-এর মতো উদ্যোগ লক্ষ লক্ষ মানুষের জন্য নতুন কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়নের পথ খুলেছে।

কেন্দ্রীয় মন্ত্রী ডা: জিতেন্দ্র সিংহ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত দশকে ভারতে কর্মসংস্থান একটি চমকপ্রদ বৃদ্ধি পেয়েছে। বিশেষভাবে, তিনি ভারতীয় রেলে নিয়োগ বৃদ্ধির দিকে দৃষ্টি আকর্ষণ করেন। এটি এই ক্ষেত্রের দ্রুত উন্নয়ন ও আধুনিকায়নের প্রতিফলন।

নিয়োগপত্র বিতরণের পর, অনেক নতুন নিয়োগপত্র প্রাপক তাদের উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদের মধ্যে একজন নবনিযুক্ত বলেন, “আমি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে এই সুযোগের জন্য ধন্যবাদ জানাই। আমি গর্বিত এই কল্পনা করে যে, আমি বিকশিত ভারত ২০৪৭-এর মিশনের অংশ হতে পেরেছি। এই সুযোগ আমাকে এবং আমার পরিবারকে প্রকৃতই আত্মনির্ভর হতে সাহায্য করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *