আমাদের ভারত, দিঘা, ৫ জানুয়ারি: রবিবার দিঘা মোহনার আড়তে বিক্রি হল ১৭০ কেজি ওজনের প্রকান্ড একটি কৈভোলা মাছ। ওড়িশার কসাফলির বাসিন্দা বিকাশ দাসের ট্রলারে উঠেছিল মাছটি। রবিবার সকালে মাছটিকে নিয়ে আসা হয় দিঘা মোহনার মাছের আড়তে। ভুবনচন্দ্র বেরার আড়ত থেকে ৩৮ হাজার টাকায় মাছটি কিনে নেয় এস এফটি সংস্থা। তাঁরা মাছটি আরও বেশি দামে বিক্রির জন্য পাঠাবেন সৌদি আরবে। চলতি মরশুমে এই প্রথম এত বড় কৈভোলা মাছ দেখা গেল দিঘায়।