আমাদের ভারত, হুগলী, ২৩ আগস্ট: ইয়ুথ ইন পলিটিক্স। রাজনীতিতে নতুন যৌবনের আগমনের ডাক দিয়ে বেশ কয়েকদিন ধরেই কাজ করছে একটি সংস্থা। তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে সেই সংস্থার চুক্তিতে হুগলীর রাজনীতিতে যুব আগমনের উদ্যোগের সুত্রপাত হল হুগলীর চুঁচুড়ার পৌরসভা হলে। শতাধিক উদ্যমী যুব, যারা নির্বাচনী রাজনীতিতে যোগদানে করতে ইচ্ছুক, তারা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে।

হুগলী জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব কথোপকথনের পর ১৭০ জনকে যোগদান করান তৃণমূলে। মূলত ১৮ – ৩৫ বছরের মধ্যে যারা নির্বাচনী রাজনীতিতে যোগদানে ইচ্ছুক, তাদের জন্য প্রচার চালানো হয় বেশ কয়েকদিন ধরেই। ‘ইয়ুথ ইন পলিটিক্স’-একটি সর্বভারতীয় মঞ্চ। গত ২ বছরে প্রায় ১০ লক্ষ যুব এই মঞ্চে নিজেদের নথিভুক্ত করেছেন। পশ্চিমবঙ্গে এই সংখ্যা প্রায় ৪ লক্ষ। এদের মধ্যে অনেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে নিজেদের রাজনৈতিক সফর শুরু করার ইচ্ছাপ্রকাশ করেছেন বলে জানান রাজনৈতিক নেতারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলী জেলা সভাপতি দিলীপ যাদব সহ জেলার বিধায়ক ও নেতৃত্বরা।


