রাজেন রায়, কলকাতা, ৫ নভেম্বর: বৃহস্পতিবার মধ্য কলকাতার একটি অভিজাত হোটেলে এদিন বৈঠক করে একুশে নির্বাচনে ফের তৃণমূলের হাত ধরার কথা জানান বিমল গুরুং। একই সঙ্গে বিজেপি থেকে দলে ফিরে আসা ১৭ কাউন্সিলরের হাতে গোর্খা জনমুক্তি মোর্চার দলীয় পতাকা তুলে দিলেন তিনি। তৃণমূলের হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার অধিকার যে একমাত্র তাঁর দলেই রয়েছে, তা এদিন ফের প্রমাণ করার চেষ্টা করেন তিনি।
প্রসঙ্গত, বিমল গুরুং বনাম বিনয় তামাংয়ের পারস্পরিক দ্বৈরথে পাহাড়ের রাজনীতিতে ইতিমধ্যেই অন্য মাত্রা নিয়েছে। তিন বছর ফেরার থাকার পর দুর্গাপঞ্চমীর সন্ধ্যায় আচমকা শহরে হাজির হয়ে বিমল গুরুং বলেছিলেন, জেলে গেলেও মুখ্যমন্ত্রীর উপরই আস্থা রাখতে চান তিনি। এর পরে তার বিরোধী গোষ্ঠী বিনয় তামাংও এসে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বলেন, বিমল আমার চোখে একজন ফেরার আসামী এবং অপ্রাঙ্গসিক। পাহাড়ের শান্তি শৃঙ্খলা ও উন্নয়নের প্রশ্নে আমরা তৃণমূল সরকারের সঙ্গে, তারপরই বৃহস্পতিবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বিমল গুরুংকে পাশে নিয়ে দার্জিলিং পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নমন রাই বলেন, বিজেপি তাঁদের জন্য যা যা প্রতিশ্রুতি দিয়েছিল কোনওটাই পূরণ হয়নি। তাই এই কাউন্সিলররা তৃণমূলের প্রতি আস্থা রেখে গোর্খা জনমুক্তি মোর্চায় ফিরে এসেছেন। এদিন ফিরে আসা ১৭ কাউন্সিলরের হাতে গোর্খা জনমুক্তি মোর্চার দলীয় পতাকা তুলে দিলেন বিমল গুরুং। তবে বিনয় তামাং প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান।