পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহর সংলগ্ন কেয়াবনী হিমঘর প্রাঙ্গণে জেলা আলু ব্যবসায়ী সমিতির ১৬তম জেলা বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয় শনিবার। এদিন বিকেলে পতাকা উত্তোলন ও শহিদ বেদীতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই সম্মেলনের শুভ সূচনা হয়।
জানা গিয়েছে, দুই দিন ধরে চলবে এই সম্মেলন। এদিন প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে ১৬তম বার্ষিক সম্মেলনের শুভ সূচনা করেন রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি জগবন্ধু মন্ডল ও সম্পাদক লালু মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন গড়বেতা রামকৃষ্ণ মঠের মহারাজ একেশানন্দ জী মহারাজ, জিয়াউল রহমান, চিরন্তন বালা, জগবন্ধু মন্ডল, মুকুল ঘোষ, জেলা সভাপতি অসিত কুমার মাল, সম্পাদক বরুণ পণ্ডিত, চন্দ্রকোনারোড আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক অনিরুদ্ধ খামরই সহ অন্যান্য আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা।