ঘাটাল–পাঁশকুড়া বেহাল রাস্তা সংস্কারের জন্য ১৬৬ কোটি বরাদ্দ হল

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২ অক্টোবর:
শেষমেষ ঘাটাল পাঁশকুড়া বেহাল রাস্তা নতুন করে তৈরি হবে। এর জন্য অর্থ মঞ্জুর হয়েছে এবং সরকারি নির্দেশও এসেছে।

আগস্ট মাসের শেষ সপ্তাহে ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী তথা দেব রাজ্যের পূর্ত মন্ত্রী অরূপ বিশ্বাস’কে এই বেহাল রাস্তা সংস্কারের বিষয়ে চিঠি লেখেন। তারপরেই রাস্তাটি নতুনভাবে তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্যের সাতটি রাস্তা সংস্কারে নির্দেশিকা জারি হয়েছে। তারমধ্যে ঘাটাল–পাঁশকুড়া রাস্তাটিও নতুনভাবে তৈরি করা হবে। এর জন্য মঞ্জুর হয়েছে ১৬৮কোটি টাকা।

ঘাটাল–পাঁশকুড়া রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে। রাস্তার মাঝে বড় বড় গর্ত, প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় যাত্রীদের। সিপিএম, বিজেপি সহ সব রাজনৈতিক দল এবং যাত্রীদের সংগঠন একাধিকবার রাস্তাটি নতুন করে তৈরি করার দাবি জানিয়ে এসেছে। হয়েছে একাধিকবার পথ অবরোধ। অনশনের হুমকিও দেয়া হয়েছে। এমনকি বাস মালিক সংগঠন রাস্তাটি অবিলম্বে নতুনভাবে তৈরি করার দাবি জানিয়েছে। শেষ পর্যন্ত মহকুমা বাসীর দাবি পুরণ হতে চলেছে।

এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দিয়ে সারাদিনে প্রচুর বাস, ট্রাক সহ বিভিন্ন যানবাহন চলাচল করে। রাজ্য সড়কের অন্তর্ভুক্ত এই রাস্তাটি হাওড়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের যোগাযোগ এর মাধ্যম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *