আমাদের ভারত, মেদিনীপুর, ২১ ডিসেম্বর: শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও দাসপুর থানা এলাকার কয়েকটি গ্রামে বেআইনিভাবে চোলাই মদ তৈরীর বিরুদ্ধে অভিযান চালায় জেলা আবগারি দপ্তর। এদিন দপ্তরের জেলা পুলিশ আধিকারিকের নেতৃত্বে অভিযান চালানো হয় দাসপুর থানার আরিত গ্রামে এবং ঘাটাল থানা এলাকার হরিশপুর গ্রামে। এই দুটি গ্রাম থেকে সব মিলিয়ে মোট ১৬৪৮০ লিটার বেআইনি মদ উদ্ধার করা হয়েছে বলে দপ্তর সূত্রে জানানো হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে মদ তৈরি করার ৩৪টি অ্যালুমিনিয়ামের হাঁড়ি। তবে এ দিনের অভিযানে বেআইনিভাবে চোলাই মদ তৈরির সঙ্গে যুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি আবগারি দপ্তরের পুলিশ।