আমাদের ভারত, বাঁকুড়া, ২৫ জানুয়ারি: বাঁকুড়া জেলায় নতুন ভোটার যোগ হোল ১৬ হাজার।জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান অতিরিক্ত জেলাশাসক নকুল মাহাতো। অনুষ্ঠানে নতুন ভোটারদের ভোটার পরিচয় পত্র তুলে দেওয়া হয়।
জাতীয় ভোটার দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আজ বাঁকুড়ার রবীন্দ্রভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নতুন ভোটারদের হাতে পরিচয়পত্র তুলে দেন অতিরিক্ত জেলাশাসক নকুল মাহাতো। তিনি বলেন, এবার জেলায় প্রায় ১৬ হাজার নতুন ভোটার যোগ হলো, যার ফলে জেলায় এ পর্যন্ত মোট ভোটারের সংখ্যা দাঁড়ালো ৩০ লক্ষ ২৫ হাজার ৭৪৬।
নতুন ভোটারদের হাতে পরিচয়পত্র তুলে দিয়ে নকুল মাহাতো বলেন, দেশের প্রতিটি নির্বাচনে অংশ নিতে হবে। নির্ভয়ে ও শান্তিপূর্ণ ভাবে ভোটদানে অংশগ্রহণ প্রতিটি নাগরিকের কর্তব্য। এদিনের অনুষ্ঠানে অতিরিক্ত জেলাশাসক অরিন্দম বিশ্বাস, সদর মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।