আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৯ আগস্ট: বারাসাতের মেগাসিটি কভিড হাসপাতাল থেকে ১৬ জন করোনা যোদ্ধা করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরলেন।
উত্তর ২৪ পরগনা বারাসাতের চাঁপাডালি সংলগ্ন মেগাসিটি হসপিটালকে রাজ্য সরকারের পক্ষ থেকে গত জুলাই মাসে ৫৯ বেডের কোভিড হাসপাতাল হিসেবে সংরক্ষণ করা হয়েছিল। আজ ১৬ জন করোনা রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের ফুল ও হাততালির মাধ্যমে সম্বর্ধনা জানিয়ে স্বাভাবিক জীবনের শুভকামনা জানায়। উপস্থিত ছিলেন বারাসাত জেলা হাসপাতালের সুপার সুব্রত মন্ডল।

গত বৃহস্পতিবার কাশি, গলা ব্যথা নিয়ে ভর্তি হওয়া এক করোনায় আক্রান্ত রোগী তাঁর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানালেন, কাশি, গলা ব্যথা নিয়ে গত বৃহস্পতিবার তিনি মেগাসিটি কোভিড হাসপাতালে ভর্তি হন। এরপর করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। এখন তিনি সুস্থ আছেন, একটু শারীরিক দুর্বলতা রয়েছে। তিনি সাধারণ মানুষের জন্য বার্তা দিলেন, করোনা নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটি একটি সাধারণ সর্দি কাশির উপশম। যদি কারো এ ধরনের সিমটম থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

বারাসাত জেলা সদর হাসপাতালের সুপার সুব্রত মন্ডল বললেন, আজ ১৬ জন করোনা রোগীকে সুস্থ অবস্থায় মেগাসিটি কোভিড হসপিটাল থেকে বাড়ি ফেরানো হল। এখানে ৫৯ বেড সহ ৭টি আইসিইউ সংরক্ষণ রয়েছে করোনা রোগীদের জন্য। হাসপাতাল কর্মীদের অক্লান্ত পরিশ্রমে আজ এই ১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।
সকলকে সাবধানে থাকার, মাক্স ও স্যানিটাইজার ব্যবহার এবং অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তা দিলেন বারাসাত সদর হাসপাতালের সুপার সুব্রত মন্ডল

