Job fair, Khargapur, চাকরি মেলায় খড়্গপুর থেকে ১৫৫ জনকে দেওয়া হলো নিয়োগপত্র

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: চাকরি মেলায় খড়্গপুর থেকে বিভিন্ন বিভাগে ১৫৫ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের প্রায় ৫১ হাজার জনকে নিয়োগপত্র বিতরণ করা হয় এবং এই বিষয়ে বক্তব্য রাখেন। কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতি পূরণে রোজগার মেলা একটি বিশেষ পদক্ষেপ বলে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জানান। তিনি আশা করেন, চাকরি মেলা আরও কর্মসংস্থান সৃষ্টিতে অনুঘটক হিসেবে কাজ করবে এবং তরুণদের ক্ষমতায়ণ ও জাতীয় উন্নয়নে অংশগ্রহণের জন্য সুযোগ করে দেবে।

শনিবার খড়্গপুরের সুপারভাইজার ট্রেনিং সেন্টারে রেলের বিভিন্ন বিভাগের প্রায় ১৫৫ জন নবনিযুক্ত প্রার্থী নিয়োগপত্র গ্রহণ করেন। খড়্গপুরে আয়োজিত রোজগার মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খড়্গপুরের বিধায়ক হীরন্ময় চট্টোপাধ্যায়, খড়্গপুর রেলের ডিআরএম আর কে চৌধুরী সহ ভারতীয় রেলের অন্যান্য আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *