Midnapur College, মেদিনীপুর কলেজের ১৫৪তম প্রতিষ্ঠা দিবস

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ জানুয়ারি: মেদিনীপুর কলেজ (স্বশাসিত) বৃহৎ উদ্‌যাপনের মধ্যে দিয়ে পালন করল প্রতিষ্ঠার ১৫৪তম বর্ষ। সকাল থেকে সন্ধে পর্যন্ত নানা অনুষ্ঠানে মুখরিত থাকল ক্যাম্পাস ও আশপাশের এলাকা।

সকাল ঠিক ৮টা নাগাদ শুরু হয় রঙিন র‌্যালি। ছাত্র-ছাত্রী, অধ্যাপক, অশিক্ষক কর্মী ও প্রাক্তনীদের অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণ থেকে বেরিয়ে র‌্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। জাতীয় ও কলেজ পতাকা, ব্যানার ও ব্যান্ডের সুরে উৎসবের আবহ তৈরি হয়।
১১টা থেকে শুরু হয় আনুষ্ঠানিক পর্ব। কলেজের মেধাবী ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় উদ্বোধনী সঙ্গীতে অনুষ্ঠান মঞ্চস্থ হয়। পরে অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়—জ্ঞান ও আলোর প্রতীকী এই আচারেই শুরু হয় দিনের মূল অনুষ্ঠান। স্বাধীনতা সংগ্রামে শহিদ হওয়া কলেজের পাঁচ ছাত্র ও সদ্যপ্রয়াত অধ্যাপক চন্দন মন্ডলের স্মৃতিতে নীরবতা পালন হয়।

কলেজের অধ্যক্ষ ডঃ অসিত পন্ডা স্বাগত ভাষণ দেন। তাঁর বক্তব্যে তিনি বিগত বছরের নানা কর্মকান্ডের খতিয়ান পেশ করেন এবং কলেজের ব্যাপারে এক সম্যক চিত্র সবার সামনে তুলে ধরেন। প্রধান অতিথি, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ দীপক কর নিজের বক্তৃতায় কলেজের ঐতিহ্যের কথা সবাইকে মনে করিয়ে দেন ও সামনে এগিয়ে চলার উৎসাহ দেন। উদ্বোধক ডঃ অভিজিৎ চক্রবর্তী, কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট, নিজের বক্তব্যে কলেজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সামগ্রিক দায়বদ্ধতার ওপর জোর দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা এবং মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান। তাঁরা শিক্ষার প্রসার, গবেষণা ও সামাজিক দায়বদ্ধতার মতো বিষয়কে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। অপর প্রধান অতিথি, কলেজের অবসৃত শিক্ষক বিশ্বরূপ সরকার তাঁর বক্তৃতায় নিজের কর্মজীবন ও কলেজের গৌরবের কথা বলেন। কলেজের গৌরবের কথা উঠে আসে অনুষ্ঠানের সভাপতি চন্দন কুমার বসুর বক্তব্যেও। কলেজের ছাত্র- ছাত্রীদের সাহায্য করতে যে তিনি সদা প্রস্তুত সেকথাও জানান তিনি।

অনুষ্ঠানের পরবর্তী পর্ব ছিল সংবর্ধনা জ্ঞাপন। গত বছরে অবসরপ্রাপ্ত কলেজের অধ্যাপক ও কর্মীদের সেবাভার ও অবদানের জন্য সম্মানিত করা হয়। পাশাপাশি গত বছরে পি এইচ ডি ডিগ্রি অর্জনকারী কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধিত করা হয়। কলেজের অধ্যাপকদের তত্ত্বাবধানে পি এইচ ডি সম্পন্ন করা ছাত্র-ছাত্রীদেরও বিশেষভাবে সম্মান জানানো হয়। শিক্ষক-শিক্ষার্থীর যুগ্ম প্রচেষ্টার এই সাফল্যে অনুষ্ঠানস্থল হাততালিতে মুখরিত হয়ে ওঠে।

কলেজের পুরস্কার প্রদান ও সহায়তার ধারাকে এগিয়ে নিয়ে যেতে এদিন যোগ্য প্রাপকদের হাতে বিভিন্ন এন্ডাওমেন্ট তুলে দেওয়া হয়। পরবর্তীতে প্রতিষ্ঠা বার্ষিকীর সভাপতি তাঁর বক্তব্যে কলেজের ঐতিহ্য, অ্যাকাডেমিক উৎকর্ষ ও সামাজিক দায়িত্ববোধের প্রসঙ্গ তুলে ধরেন। দিনের আনুষ্ঠানিক পর্বের শেষে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কলেজের প্রাতঃবিভাগের ইন চার্জ ডঃ সুব্রত গিরি।প্রতিষ্ঠার ১৫৪তম বছরে দাঁড়িয়ে এ দিনের আয়োজনে মেদিনীপুর কলেজ আবারও শপথ নিল জ্ঞান, শৃঙ্খলা ও সেবার মন্ত্রে অটল থাকার—আর ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও প্রাক্তনীদের উচ্ছ্বাসে ভরে উঠল প্রতিষ্ঠা দিবসের স্মরণীয় অধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *