Medinipur College, 152nd Foundation day, মেদিনীপুর কলেজের ১৫২তম প্রতিষ্ঠা দিবস

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ জানুয়ারি: মেদিনীপুর কলেজ (স্বশাসিত) এর বিবেকানন্দ হলে আজ অনুষ্ঠিত হলো কলেজের ১৫২তম প্রতিষ্ঠা দিবস। সকালে অনুষ্ঠানের উদযাপন শুরু হয় শহরজুড়ে এক বর্ণাঢ্য পদযাত্রার মধ্যে দিয়ে। পদযাত্রায় অংশ নিয়েছিলেন কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্র- ছাত্রীরা। ছিলেন শহরের বিশিষ্ট মানুষজন।

প্রতিষ্ঠা দিবসের মূল অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজ পরিচালন সমিতির সভাপতি ডঃ অভিজিৎ চক্রবর্তী। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন অধ্যাপক শ্রী সুধীন্দ্রনাথ বাগ এবং মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান। মূল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক এবং মেদিনীপুর কলেজের প্রাক্তন ছাত্র ডঃ অভয় প্রসাদ দাস। উপস্থিত ছিলেন কলেজের অবসরপ্রাপ্ত দুই অধ্যক্ষ, ডঃ গোপাল চন্দ্র বেরা এবং ডঃ প্রবীর কুমার চক্রবর্তী। ছিলেন কলেজ পরিচালন সমিতির প্রথম প্রেসিডেন্ট এবং সিধো- কানহো- বীরসা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডঃ দীপক রঞ্জন মন্ডল। নিজের স্বাগত ভাষণে কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ বিগত শিক্ষাবর্ষে কলেজের বিভিন্ন অ্যাকাডেমিক অগ্রগতির কথা সবাইকে জানান।

অভিজিৎবাবু অনুষ্ঠানে গাওয়া উদ্বোধনী সঙ্গীতের কথা ধরে বলেন যে, কলেজের অভ্রভেদী রথের ধ্বজা উড্ডীয়মান রাখতে গেলে সবাইকে এগিয়ে এসে রথের রশি টানতে হবে। এগিয়ে যেতে হবে আর্থিক এবং নানাবিধ প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে। অন্যান্য বিশিষ্ট অতিথিদের বক্তব্যেও উঠে আসে কলেজের অতীত এবং বর্তমান গৌরবের কথা। তারাও এটা স্মরণ করিয়ে দেন যে, কলেজকে নিজের অগ্রগতির ধারা জারি রাখতে গেলে কলেজের সবাইকে সমবেতভাবে প্রচেষ্টা করতে হবে। প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের প্রথা মেনে বিগত শিক্ষাবর্ষে অবসর নেওয়া শিক্ষক ও শিক্ষাকর্মীদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা জ্ঞাপন করা হয় বিগত শিক্ষাবর্ষে পিএইচডি ডিগ্রি লাভ করা শিক্ষকদের এবং কলেজের রিসার্চ সেন্টারের প্রথম পিএইচডি প্রাপক গবেষকের। কৃতি ছাত্রছাত্রীদের প্রদান করা হয় বিভিন্ন এনডাওমেন্ট পুরস্কার। ধন্যবাদ জ্ঞাপন করেন কলেজের প্রাতঃ বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক ডঃ গৌতম ঘোষ। অনুষ্ঠানের শেষে ছিল সবার জন্য টি পার্টি এবং সন্ধেয় ছিল কলেজের শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *