জলপাইগুড়ি কেন্দ্রীয় আবহাওয়া দফতরে ১৫০তম প্রতিষ্ঠা দিবস পালন

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৫ জানুয়ারি: ভারতীয় আবহাওয়া দফতর ১৫০ বছরে পড়ল ১৫ জানুয়ারি। এই উপলক্ষে সোমবার দিল্লির পাশাপাশি জলপাইগুড়ি কেন্দ্রীয় আবহাওয়া দফতরে প্রতিষ্ঠা দিবস পালন করা হলো। দিল্লির অনুষ্ঠান সরাসরি দফতরে এক কর্মসূচির মধ্যে দিয়ে তুলে ধরা হয়। এছাড়া এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রসন্নদেব মহিলা মহা বিদ্যালয় অর্থাৎ পিডি কলেজের ভূগোলের অধ্যাপক শ্রীপর্ণা সরকার ও সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পদার্থবিদ্যার হেড অফ দা ডিপার্টমেন্ট ডক্টর অরিন্দম সাহাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। দফতরের দেড়শো বছর উদযাপনকে সামনে রেখে সারা বছর বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে।

কৃষক ও সাধারণ মানুষকে বিভিন্ন সময়ে আবহাওয়ার বার্তা পৌঁচ্ছে দিতে আধুনিক মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে কৃষকরা আগাম জানতে পারবেন কোন দিন ভারী বৃষ্টি হবে, কোন দিন হালকা বৃষ্টি হবে। শুধু তাই নয়, আগামী সাত দিনের আবহাওয়ার তথ্য সংগ্রহ করে চাষাবাদ করতে পারবেন কৃষকরা বলে জানালেন অফিসার মৌসুমী দত্ত।

অন্যদিকে জলপাইগুড়ি আবহাওয়া দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক রনেন্দ্র সরকার বলেন, “ভারতীয় আবহাওয়া দফতর দেড়শো বছরে পড়ল। এই উপলক্ষে দফতরের প্রতিষ্ঠা দিবস পালন করা হলো। ডোর টু ডোর আবহাওয়া রিপোর্ট পৌঁচ্ছে দেওয়ার কাজ শুরু হয়েছে। আগামী কর্মসুচি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *