আমাদের ভারত, মেদিনীপুর, ১৩ মে: দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে চিকিৎসা এবং কর্মসূত্রে গিয়ে আটকে পড়া পশ্চিমবঙ্গের অধিবাসীদের নিয়ে আজ বুধবার আরও একটি ট্রেন দুপুর ২. ২৭ মিনিটে খড়্গপুরের হিজলি স্টেশনে পৌঁছেছে। ট্রেনটিতে দুই মেদিনীপুর, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনা সহ রাজ্যের প্রায় সমস্ত জেলার মোট ১৪৬৪ জন যাত্রী রয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এইসব যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য খড়্গপুরের হিজলী স্টেশনে যথেষ্ট পরিমাণে সরকারি বাস মজুদ করা হয়েছে।
পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক রশ্মি কমল, পুলিশ সুপার দিনেশ কুমার, খড়্গপুরের মহকুমা শাসক এবং অতিরিক্ত পুলিশ সুপার(খড়গপুর), দক্ষিণ পূর্ব রেলের ডিসিএম ভার্গব চৌধুরী সহ প্রশাসনের আধিকারিকরা হিজলি স্টেশনে উপস্থিত ছিলেন। জেলাশাসক জানিয়েছেন, যাত্রীদের স্বচ্ছন্দে থাকার জন্য জেলা প্রশাসন এবং রেল প্রশাসন যৌথ ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা করেছে।