জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৮ জুলাই:
গোপীবল্লভপুর বিধানসভার সাঁকরাইল মণ্ডলে মঙ্গলবার বেশ কিছু পরিবার তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছে বলে ঝাড়গ্রাম জেলা বিজেপি সূত্রে জানাগেছে। সর্বস্তরে তৃণমূল নেতাকর্মীদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রধানমন্ত্রীর হাত মজবুত করতে এদিন প্রায় দেড়শো পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে বলে বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতি সুখময় সৎপথি জানিয়েছেন।

মঙ্গলবার সাঁকরাইল মন্ডলে “সব কা সাথ সব কা বিকাশ” কর্মসূচি ছিল। ঝাড়্গ্রাম জেলা বিজেপি দলের সেই কর্মসূচিতে তৃণমূল ছেড়ে ওই পরিবারগুলি বিজেপিতে যোগদান করে বলে জানাগেছে। দলের ঝাড়গ্রাম জেলা সভাপতি সুখময় সৎপতি ও সাংসদ কুনার হেমরম ওই পরিবারগুলির হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বলে খবর।


