সাথী দাস, পুরুলিয়া, ২ সেপ্টেম্বর: পুরুলিয়ার কাশীপুরে এক তৃণমূল ও এক সিপিএম নেতা সহ ১৫০টি পরিবার বিজেপিতে যোগ দিল। আজ স্থানীয় মণিহারা অঞ্চলের বড়ডিহা গ্রামে কাশীপুর বিধানসভার কর্মী সম্মেলনে তৃণমূলের নেতা সাধন রজক ও সিপিএমের প্রাক্তন উপপ্রধান কার্তিক বাউরি সহ শিহিরা, মাজরামুড়া, শ্যামপুর প্রভৃতি গ্রাম থেকে ১৫০টি পরিবার বিজেপিতে যোগ দেয়। এঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের সহ সভাপতি তথা রাঢ়বঙ্গের পর্যবেক্ষক রাজু ব্যানার্জি। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঢ়বঙ্গের অহ্বায়ক পার্থ কুন্ড, জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী প্রমুখ।
এই প্রসঙ্গে বিজেপি রাজ্য নেতা রাজু ব্যানার্জি বলেন, “ফেসবুকে মিথ্যে যোগদান করাচ্ছে শাসক দল। আমরা দলে যোগদানের নাটক করি না। সত্যি সত্যি বিভিন্ন দলের নেতা-কর্মীরা আমাদের শিবিরে এসে দলের পতাকা তুলে নেন।”

