পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৬ মার্চ: কোটি টাকার সোনা উদ্ধার সীমান্তে। গোপন অভিযান চালিয়ে উদ্ধার ১৫টি সোনার বিস্কুট। ঘটনায় এক পাচারকারীকেও আটক করেছে বিএসএফ। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তের হিলির হাঁড়িপুকুর গ্রামে।
বিএসএফ সূত্রের খবর অনুযায়ী, উদ্ধার হওয়া প্রায় এক কেজি আটশো গ্রাম সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। এই ঘটনায় মঞ্জুরুল শেখ নামে হাড়িপুকুর গ্রামের এক বাসিন্দাকে আটক করেছে বিএসএফ। যার কাছ থেকে ওই ১৫ টি সোনার বিস্কুট সহ একটি মোটর বাইক, মোবাইল ফোন ও ভারতীয় ৫০০ টাকা উদ্ধার করেছে বিএসএফ।
জানা গেছে, ভারত বাংলাদেশের জিরো পয়েন্ট লাগোয়া গ্রাম হিলির হাঁড়িপুকুর। যে এলাকা পাচারকারীদের কাছে অন্যতম স্বর্গরাজ্য হিসাবে পরিচিত। সে এলাকা দিয়ে শুধুমাত্র সোনা নয়, অনান্য যাবতীয় সামগ্রীর পাচার কাজ চালায় পাচারকারীরা। এদিন হাঁড়িপুকুর থেকে ত্রিমোহিনী এলাকায় সোনার বিস্কুটগুলি পৌঁছে দিতেই মোটর বাইক নিয়ে আসছিল ওই অভিযুক্ত। সেই সময় বিএসএফ তাকে আটক করে মোটর বাইকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ১৫ টি সোনার বিস্কুট, যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।
তবে এই ঘটনায় জড়িত হিসাবে দুই কুখ্যাত পাচারকারীর নাম উঠে এসেছে বিএসএফের তালিকায়। যাদের একজন হিলির বাসিন্দা শঙ্কর সাহা এবং অপরজন বাংলাদেশের হিলির বাসিন্দা ইস্তাক। ধৃত মঞ্জুরুল শেখকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে ওই দুই কুখ্যাত সোনা পাচারকারীর নাম। যার কাছ থেকেই বিএসএফ আরো জানতে পারে বাংলাদেশের ওই বাসিন্দার কাছ থেকে হাত বদল হয়েই হাড়িপুকুর দিয়ে সোনাগুলি ভারতে প্রবেশ করেছিল। দীর্ঘদিন ধরেই এই টিমটি ওই এলাকা দিয়ে অতি সক্রিয়তার সাথে চালাচ্ছিল সোনা পাচারের কারবার। উদ্ধার হওয়া সোনা ও ধৃত ব্যক্তিকে এদিন শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফের তরফে। যদিও এব্যাপারে বিএসএফের তরফে কোনো বক্তব্য দেওয়া হয়নি।