পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ ফেব্রুয়ারি: রাত পোহালেই পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে রয়েছে অভিষেক ব্যানার্জির সমাবেশ। আর তার আগে শুক্রবার কেশিয়াড়িতে বিজেপিতে ভাঙন ধরালো তৃণমূল।
এদিন কেশিয়াড়ি ব্লকের বাঘাস্তি ৫ নং অঞ্চলের কান্দ্রামারী বুথের ১৫ টি বিজেপি পরিবার তৃণমূলে যোগদান করে। কেশিয়াড়ি ব্লক তৃণমূলের দলীয় কর্যালয়ে তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন কেশিয়াড়ি ব্লক তৃণমূলের সভাপতি শ্রীনাথ হেমরম, ব্লকের তৃণমূল নেতৃত্ব ফটিকরঞ্জন পাহাড়ি সহ অন্যান্যরা।
তৃণমূলে যোগদানকারীদের দাবি, বিজেপি ভুল বুঝিয়ে এলাকায় উন্নয়নের আশ্বাস দিয়ে তাদের বিজেপিতে যোগদান করিয়েছিল। কিন্তু বাস্তবে কোনো উন্নয়ন হয়নি। তাই তৃণমূলের উন্নয়নে সামিল হতে এই যোগদান।

