পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ আগস্ট: বুধবার সাংবাদিক বৈঠক করে পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্য সারঙ্গী জানিয়েছেন, “জেলায় ডেঙ্গির পরিস্থিতি গত বছরের তুলনায় ভালো। গত বছর এই সময়ে ৭২৩ জন আক্রান্ত চিহ্নিত হয়েছিল, এই বছর ১৪৫ জন আক্রান্ত চিহ্নিত হয়েছেন। জেলাশাসকের নির্দেশে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। যেখানে যেখানে ক্লাস্টার হয়েছে সেখানে ফিভার সারভেয়ালেন্স টিম, র্যাপিড রেসপন্স টিম কাজ করছে। সেইজন্য এখনও পর্যন্ত ১৪৫ জন আক্রান্ত হলেও কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।”
তিনি আরও জানিয়েছেন, “প্রত্যেকটি কেন্দ্রের জন্য আমরা একজন করে নোডাল অফিসার নিযুক্ত করেছি। তাঁরা সমস্ত ডেঙ্গি রোগীদের তথ্য নিয়মিত নথিবদ্ধ করছেন ও জানাচ্ছেন। প্রত্যেক ব্লকের জন্য মনিটরিং অফিসার নিযুক্ত হয়েছেন।” ডেঙ্গি সনাক্তকরণের এলিজা টেস্ট নতুন অতিরিক্ত ৪ জায়গায় শুরু হয়েছে- বেলদা এবং পৌরসভা ক্ষেত্রে মেদিনীপুরের শরৎপল্লী, ঘাটাল, খড়্গপুরের গিরিময়দানে। স্কুল স্তরে স্কুল ইনসপেক্টর ও শিক্ষকদের মাধ্যমে ক্যুইজ, বিতর্ক প্রভৃতি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে ছাত্রছাত্রীদের মধ্যে ডেঙ্গি নিয়ে সচেতনতা বৃদ্ধি করা হবে। স্কুলগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যও পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া প্রতি ব্লকে নির্বাচিত ইমফরমাল হেলথ ওয়ার্কার তথা কোয়াক ডাক্তারদের ডেঙ্গি বিষয়ে ট্রেনিং দেওয়ারও ব্যবস্থা করা হচ্ছে।
অন্যদিকে জেলাশাসক খুরশিদ আলি কাদরী ডেঙ্গি বিষয়ে সাধারণ মানুষকে সচেতন হতে ও প্রশাসনের কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমাদের আশাপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যে নিয়ন্ত্রণ দল আছে তাঁরা যেখানে যাবেন তাঁদের সহযোগিতা করতে হবে।” কিছু জায়গায় অনেকে সহযোগিতা করছেন না বলে অভিযোগ এসেছে বলে জেলাশাসক জানান। সাধারণ মানুষকে দায়িত্ব নিয়ে নিজের নিজের এলাকায় জল জমতে না দেওয়ার ব্যাপারে সচেতন হতেও অনুরোধ করেছেন তিনি।