মারাত্মক অবস্থা! ১৫ জুলাই পর্যন্ত ১৪৪ ধারা জারি মুম্বাইতে

আমাদের ভারত, ১ জুলাই: করোনায় সারাদেশে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। এখনো পর্যন্ত মহারাষ্ট্রে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭৪ হাজার ৭৬১ জন। তার মধ্যে ৭৭ হাজার করোনা আক্রান্ত মুম্বাইতেই। তাই এই পরিস্থিতি সামাল দিতে শহরজুড়ে ১৪৪ ধারা জারি করল মুম্বই পুলিশ। ১৫ জুলাই পর্যন্ত শহরে ১৪৪ ধারা বলবৎ থাকবে।

মুম্বাই ডেপুটি পুলিশ কমিশনার এই ১৪৪ ধারা বলবৎ করার নির্দেশ দেন। এর ফলে একসাথে চারজনের বেশি কোথাও জমায়েত হওয়া যাবে না। কোনো জনসমাগম করা যাবে না। কোন বিশেষ পরিস্থিতি ছাড়া ধর্মীয় স্থানেও জামায়াত করা যাবে না। রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত যাতায়াত বন্ধ থাকবে।

এছাড়া কনটেইনমেন্ট জোনের মানুষকে তার নিজের এলাকাতেই থাকতে হবে। কনটেইনমেন্ট জোনে খুব জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো যাবে না।

তবে মুম্বাই ছাড়াও ওই রাজ্যের অন্য বেশ কয়েকটি অংশেও করোনা ভালই ছড়িয়েছে। আগামী ৮ জুলাই পর্যন্ত পালঘর জেলার একটি শহরে সম্পূর্ণ লন্ডন ঘোষণা করেছেন সেখানকার জেলাশাসক। সেখানেও ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার মুম্বাইতে করোনিয় মৃত্যুর সংখ্যা ৩৬। আক্রান্ত হয়েছেন ৯০৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *