জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৯ আগস্ট:
ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানা এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে পুলিশ ও আবগারি দফতরের কর্মীরা প্রচুর চোলাই মদ উদ্ধার করেছে। সব মিলিয়ে প্রায় সাড়ে ১৪ হাজার লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার এবং আজ বুধবার মিলিয়ে এই বিপুল পরিমাণ বেআইনি মদ উদ্ধার করা হয়েছে। নয়াগ্রাম থানা এলাকার ধূমসাই, জামবনি, রামকৃষ্ণপুর, ভালুবাসা ও খুদগড় এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে মদ তৈরির ৯০ কেজি কাঁচামাল ও অন্যান্য আসবাবপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে জেলার আবগারি বিভাগের ডেপুটি কালেক্টর হসরত শাহিন জানিয়েছেন।