আড়ষায় মাও পোষ্টার কাণ্ডে ধৃত ১৪ জন

সাথী দাস, পুরুলিয়া, ৫ মার্চ: আড়ষায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ঘটনার তদন্তে নেমে ২৪ ঘন্টার মধ্যেই ১৪ জনকে গ্রেফতার করলো পুলিশ। আজ ধৃতদের তোলা হয় পুরুলিয়া জেলা আদালতে। ধৃতদের বিরুদ্ধে ১২০বি, ১২১, ১২১এ, ১২৪এ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। জানা গিয়েছে, প্রত্যেকের বাড়ি আড়ষা থানা এলাকাতেই।

প্রসঙ্গত, শুক্রবার ১৩ দফা দাবি সম্বলিত মাওবাদী নামাঙ্কিত পোষ্টার উদ্ধার হয় আড়ষা থানার অন্তগর্ত চাটুহাসা, মুদালি, সিন্দুরপুর এলাকা থেকে। সাদা কাগজের উপর লাল কালিতে ছাপা ওই পোস্টারগুলিতে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, ৩৬৫ দিনের কাজের সুবিধা, কৃষকদের ন্যায্য মূল্য প্রদান, পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ হয়ে কাজ করার দাবি জানানো হয়েছিল। দাবি পূরণ না হলে জঙ্গলমহলের জেলাগুলোতে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল ওই পোস্টারগুলিতে। এরপরই ঘটনার তদন্তে নেমে ১৪ জনকে গ্রেফতার করে আদালতে পেশ পুলিশ। গতকাল যে পোষ্টার উদ্ধার করে পুলিশ। সেই একই পোষ্টার উদ্ধার হয় ধৃতদের কাছ থেকে।

এর আগেও গত ২৬ ফেব্রুয়ারি আড়ষা থানা এলাকা থেকে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমে আড়ষা থানা এলাকার ৬ জন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তারপরে ২৮ ফেব্রুয়ারি পুরুলিয়ার বাঘমুন্ডি থানা এলাকায় একাধিক মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার করে পুলিশ। বার বার জেলার বিভিন্ন এলাকা থেকে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ঘটনা ঘটেই চলেছে। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ধৃত এই ১৪ জনও এর আগে যে ৬ জনকে পুলিশ গ্রেফতার করে তারা প্রতেকেই অতীতে মাওবাদীদের সঙ্গে যুক্ত ছিল বলে দাবি করে আসছিল। অতীতে বেশ কয়েকবার পুলিশ প্রসাশনের কাছে চাকরির আবেদন করে আসছে এই প্রাক্তন স্বঘোষিত মাওবাদীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *