পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৬ জানুয়ারি: পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার চাঁদবেড়িয়া থেকে উদ্ধার হল ১৪ টি তাজা বোমা। একটি খালের পাশের মাঠ থেকে বোমাগুলি উদ্ধার হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বোমাগুলি ছাইয়ের ভেতর ও বাইরে করে রাখা ছিল।

পঞ্চায়েত ভোট আসন্ন, তার মধ্যে এই তাজা বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। মারিশদা থানার পুলিশকে গ্রামবাসীরা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। বোমাগুলি পুলিশ উদ্ধার করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।


