আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২৫ ফেব্রুয়ারি:
পাচারের সময় ১৪টি গরু আটক করল গোসাবা থানার পুলিশ। একটি ভুটভুটিও আটক করেছে পুলিশ। রবিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে গোসাবার কামখ্যাপুর খেয়াঘাট এলাকায়।
পুলিশের প্রাথমিক অনুমান এই গরুগুলি শম্ভুনগর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপনসূত্রে সেই খবর পেয়েই পুলিশ তল্লাশি অভিযানে নামে। ভুটভুটি ও ১৪টি গরু আটক করলেও ভুটভুটির মাঝি পালিয়ে যায়। এই ঘটনায় গোসাবা থানার পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
এই ঘটনায় আরও একবার সুন্দরবনের করিডোর ব্যবহার করে বাংলাদেশে গরু পাচার চক্র সক্রিয় হয়েছে বলেই মনে করা হচ্ছে। ২০১৬ সালের পর ফের পাচারের সময় ধরা পড়ল গরু বোঝাই ভুটভুটি।