অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৮ আগস্ট: শিবের মাথায় জল ঢেলে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় গুরুতর জখম ১৩ জন।ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর থেকে হাতিবাড়ি যাওয়ার ৯ নং রাজ্য সড়কের উপর শ্যামসুন্দরপুর গ্রামের কাছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন একটি ছোটা হাতি গাড়িতে চেপে গোপীবল্লভপুর ২নং ব্লকের বেলিয়াবেড়ার বাঘ্রেশ্বর শিব মন্দির থেকে জল ঢেলে বাড়ি ফিরছিল প্রায় ৩০ জনের একটি দল। বাড়ি ফেরার পথে গোপীবল্লভপুর ১নং ব্লকের শ্যামসুন্দর গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ছোটা হাতি গাড়িটি। ঘটনায় জখম হন প্রায় ১৩ জন পুণ্যার্থী। স্থানীয়রা ও গোপীবল্লভপুর থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাদের চিকিৎসা চলছে। জখমদের মধ্যে ২ জন শিশুও রয়েছে বলে জানা গেছে। আহতদের বাড়ি গোপীবল্লভপুর ১নং ব্লকের হুমটিয়া গ্রামে।

