আমাদের ভারত, ৮ নভেম্বর: ইচ্ছে করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিকে ব্যবহার করে বিজেপি তৃণমূল কংগ্রেসের নেতাদের হেনস্থা করছে। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার জন্মদিনের দিনেই ফের ইডির তলব নিয়ে সরব হয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। আর তার মন্তব্যের পাল্টা দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেছেন, বাঙালির ১২ মাসে ১৩ পার্বন। কবে কবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা যাবে না সেটা আগে বলে দিতে পারতেন।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেছেন, জন্মদিনে অভিষেককে ইডির উপহার এটা। মন্ত্রীর এই মন্তব্যের পাল্টা দিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “বাঙালির বারো মাসে তেরো পার্বন। ওকে জন্মদিনেও ডাকা যাবে না, যদি হয় তাহলে সেটা আগে বলে রাখতে পারতেন। কোন কোন দিন ডাকা যাবে না সেটা আগে বলে দিলে ভালো হয়।”
প্রসঙ্গত, তৃণমূলের ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছে ইডি। অভিষেককে সমন পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার মধ্যে ইডির দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে। এর আগে ৩ অক্টোবর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করেছিল ইডি, কিন্তু সেই সময় দিল্লিতে কর্মসূচিতে থাকায় ইডির দপ্তরে হাজিরা দেননি অভিষেক। এরপর আবার অভিষেকের কাছে নতুন করে সমন পাঠিয়েছে ইডি।ইতিমধ্যেই তার পুরো পরিবার বাবা-মা স্ত্রীকেও জেরা করেছে কেন্দ্রীয় সংস্থা। শিক্ষক দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার আপ্ত সহায়ক সুমিত রায়কেও।
গোটা বিষয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা দেগেছেন শশী পাঁজা। তাঁর দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের উপহার দিয়েছে ইডি মঙ্গলবার রাতে। তিনি বলেন, বিজেপির মূল টার্গেট হল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনের সময় ডাক, নব জোয়ার যখন জন জোয়ার হয়েছে তখন ডাক, এখন সামনে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত অবিজেপি দলগুলিকে ডাকা শুরু হয়েছে। তাঁর অভিযোগ, তদন্তের নামে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হেনস্থা করা হচ্ছে।