সায়ন ঘোষ, বনগাঁ, ৩০ নভেম্বর: এনআরসির আতঙ্কে দেশে ফেরার পথে ১৩ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে গাইঘাটার চাঁদপাড়া এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ জানতে পারে তারা বাংলাদেশি। এরপর তাদের গ্রেফতার করে। ধৃতদের মধ্যে তিন শিশু ও পাঁচজন মহিলা। ধৃতরা বাংলাদেশের বসিশালের বাসিন্দা।
পুলিশ সূত্রের খবর, বাংলাদেশি অনুপ্রবেশকারী গত পাঁচ বছর আগে চোরাই পথে ভারতে ঢুকে প্রথমে মুম্বাই, পড়ে দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে সরকারি আবাসনের কাজ করছিল। এক দিকে এনআরসি অন্য দিকে কাশ্মীরে শ্রমিক মৃত্যুর ঘটনার পর ওই এলাকার প্রমোটাররা সরকারি আবাসনে কোনও কাজ বাংলাদেশি অনুপ্রবেশকারী বা ভিন দেশের লোকজনকে দিচ্ছে না। এর ফলে বাংলাদেশিরা বেকার হয়ে পড়েছিল। তাই বাধ্য হয়ে দেশে ফিরছিল। এদিন রাতে শিয়ালদহ থেকে বনগাঁ গামী শেষ ট্রেনে চাঁদপাড়া স্টেশনে নামে বাংলাদেশিরা। এরপর দালাল ধরে দুটি ইঞ্জিন ভ্যান করে তারা ভারত বাংলাদেশ সীমান্তের দিকে যাচ্ছিল। সেই সময় গাইঘাটা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদের আটক করে। ধৃতদের শনিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।
ভারতীয় জনতা পার্টির জেলা সহ সভাপতি দেবদাস মণ্ডল বলেন, এই সমস্ত অনুপ্রবেশকারীরা দেশ ছাড়ছে। এটাই এনআরসির সাফল্য। রাজ্যের মানুষকে ভুল বার্তা দিচ্ছে তৃণমূল। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই
জানিয়েছিলেন, শরণার্থীরা এদেশের নাগরিকত্ব পাবেন। তাদের কোনও নথি থাকার দরকার হবে না। শুধুমাত্র অনুপ্রবেশকারীদের এই দেশ থেকে তাড়াতে হবে।
বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর বলেন, শরণার্থীদের নাগরিকত্ব নিতে কেন্দ্রীয় সরকার বিশেষ সুবিধার জন্য বিভিন্ন সরকারি অফিস, ধর্মীয় স্থান সহ সরকারি কার্যালয় গুলি থেকে নাগরিকত্বের ফর্ম সগ্রহ করে জমা দিলেই এই দেশের নাগরিকত্ব নথি পাওয়া যাবে। শরণার্থীরা এনআরসির তালিকায় পড়বে না।