আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৮ নভেম্বর: বসিহাট মহাকুমার স্বরূপনগর থানার আমুদিয়া সীমান্তে পুলিশ ও বিএসএফ যৌথ অভিযান চালিয়ে শিশু মহিলা সহ ১৩ বাংলাদেশিকে গ্রেফতার করল। অবৈধভাবে বাংলাদেশে থেকে ভারতে প্রবেশ করার মুহূর্তে ১১২ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী হাতেনাতে তাদের পাকড়াও করে। কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। ৬ শিশু মহিলা পুরুষ সহ মোট ১৩ জন বাংলাদেশীকে গ্রেফতার করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।
জানাগেছে, শনিবার ভোর বেলা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশের ঢোকার চেষ্টা করছিল যেমন ১৩ জন বাংলাদেশি, সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়ে যায। এদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানা এলাকায়। স্বরূপনগর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ধৃত তেরোজনকে।

