Fair, Khakurda, খাকুরদায় শুরু হলো ১২তম শ্রী শ্রী মহাপ্রভু মিলন মেলা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর: খাকুড়দার আমরা ক’জনের পরিচালনায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা হলো ১২তম বর্ষের সর্বজনীন শ্রী শ্রী মহাপ্রভু মিলন মেলার। আজ ২২শে ডিসেম্বর রবিবার শুরু হওয়া এই মেলা চলবে আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত।

মেলাকে কেন্দ্র করে বসেছে মনোহারী দোকান, বাচ্চাদের মিকি মাউস, জাম্পিং টেবিল, খেলনা গাড়ি। রয়েছে নাগরদোলা, টয়ট্রেন, ডিস্কো সহ মেলায় প্রত্যেকদিন সান্ধ্যায় থাকছে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের দ্বারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ রবিবার মেলার সূচনা লগ্নে বর্ণাঢ্য শোভাযাত্রা, পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই মেলার সূচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *