জে মাহাতো, ঝাড়গ্রাম, ২৭ জুলাই: ঝাড়গ্রাম জেলা আবগারি দপ্তর এবং নয়াগ্রাম থানার পুলিশের যৌথ অভিযানে নয়াগ্রাম থানা এলাকার বেশ কয়েকটি গ্রাম থেকে প্রায় তের হাজার লিটার মদ ও মদ তৈরীর সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছেl আজ সোমবার নয়াগ্রাম থানার নরসিংহপুর, নিচু কমলাপুর, ধুমসাই এবং খাকড়ি এলাকায় বেআইনি চোলাই মদের বিরুদ্ধে যৌথ অভিযান চালায় আবগারি দপ্তর এবং জেলা পুলিশl
এই সমস্ত গ্রামগুলিতে অভিযান চালিয়ে ৬০০ লিটার কাঁচা আসব, তৈরি করা ১২ হাজার ৬০০ লিটার চোলাই মদ এবং দু’কুইন্টাল ৪৩০ কেজি মদ তৈরির উপাদান বাজেয়াপ্ত করা হয়েছে বলে ঝাড়্গ্রাম জেলা আবগারি দপ্তর সূত্রে জানানো হয়েছে। ঘটনায় এক মহিলাকে গ্রেফতার করা হয়েছেl তার বিরুদ্ধে চারটি ধারায় মামলা রুজু করা হয়েছে।


