এক দিনে পুরুলিয়ায় রেকর্ড আক্রান্ত ১২১

সাথী দাস, পুরুলিয়া, ২৫ আগস্ট: এবার সবকিছু ছাপিয়ে একশোর গণ্ডি পেরিয়ে গেল আক্রান্তের সংখ্যা। প্রতিদিন ভাঙছে আক্রান্তের রেকর্ড। এক দিনে ১২১ জন আক্রান্ত হওয়ায় উদ্বেগ বাড়িয়ে তুলল জেলা প্রশাসনের।

মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত জেলায় একটিভ করোনা আক্রান্ত ৪৬২ জন। পুরুলিয়া জেলায়  করোনা আক্রান্তের সংখ্যা এতটা এর আগে বাড়েনি। আক্রান্তদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রের প্রশাসনিক আধিকারিক, সরকারি কর্মী, পুলিশ, চিকিৎসক, সেবিকা, বাদ নেই কেউ। এর সঙ্গে রয়েছে সাধারণ মানুষও। একদিনে এত বেশিসংখ্যক আক্রান্তের রিপোর্ট আসায় পুরুলিয়া শহরে গোষ্ঠী সংক্রমণ বাড়ছে বলে প্রশাসনের অনুমান।  পুরুলিয়া জেলা জুড়ে  লালা রস নমুনা সংগ্রহের হার বাড়তেই আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে মনে করছে প্রশাসন। আজ জেলায় ৯৮০ জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে। 

জেলায়  কনটেইনমেন্ট জোন আজ ১১টি বেড়ে মোট দাঁড়াল ২২৪ টি। এদিনের জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী মোট ৫০৭ জন করোনা মুক্ত হয়ে গেছেন ।  একদিনে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয় সুস্থতার হার কমে গিয়ে দাঁড়াল শতকরা ৫২.২৭ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *