স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১৫ মে: কর্নাটকে আটকে পড়েছেন নদীয়ার ১২ জন শ্রমিক। তাঁরা হোটেলে কাজ করতে গিয়েছিলেন। রাজ্য সরকারের কাছে আবেদন করলেন তাদের ফিরিয়ে আনবার জন্য।
নদীয়ার কালীগঞ্জের ১২ জন শ্রমিক কর্নাটকের বেলারি জেলায় গত দুমাস ধরে লকডাউনে আটকে আছেন। কর্নাটক রাজ্যের বেলারী জেলার হস্পেট সিটিতে রয়েল অর্কিড সেন্ট্রাল কীর্তি হোটেলে নদিয়া থেকে এই ১২ জন শ্রমিক কাজে যোগ দিয়েছিলেন। গত দুমাস হল কোম্পানি থেকে তাদের কোনো টাকা-পয়সা দেওয়া হয়নি। তারা খুব আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন। গত দুই মাস ধরে তাদের কোনও কাজ ও নেই। তারা বাড়ি আসার জন্য ওয়েবসাইটে আবেদন করেছিলেন ও কর্নাটকের স্থানীয় থানাতেও যোগাযোগ করেছিলেন কিন্তু কোনো সুরাহা হয়নি।
এবার এক ভিডিওর মাধ্যমে তারা রাজ্য সরকার তথা নদীয়া প্রশাসনকে জানিয়েছেন, যে তাদের যেন বাড়িতে ফেরাবার ব্যবস্থা করে প্রশাসন। তাঁরা বাড়ি ফিরতে চান। তাদের হাতে কোনো টাকা পয়সা নেই। খুব সমস্যার মধ্যে আছেন তাঁরা।