স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১০ মার্চ: ইসলামপুরের মাটিকুন্ডা কান্ডে গ্রেফতার মূল অভিযুক্ত মাটিকুন্ডা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান মেহেবুব আলম সহ মোট ১২ জন। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। শুক্রবার মূল অভিযুক্ত সহ ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
এদিন প্রিজন ভ্যানে বসে নিজের স্বপক্ষে অভিযুক্ত প্রধান মেহেবুব আলম বলেন, আমি কাউকে হত্যা করিনি। ওরাই গুলি বোমা মজুত করেছিল। বাইরের লোক বাড়িতে রেখেছিলো, ভয়ে আমি নিজেই নদীর পাড়ে পালিয়ে ছিলাম। আমার নাম থাকায় নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছি। আমি সাকিব আখতারকে কেনো কাউকেই গুলি করিনি। ঘটনাস্থলেও ছিলাম না।
অন্যদিকে বৃহস্পতিবার রাতে নিহত সাকিব আখতারের মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ গভঃ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায় পুলিশ। আজ মৃতদেহের ময়না তদন্ত হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।