আমাদের ভারত, আরামবাগ, ২৭ ফেব্রুয়ারি: পুকুর কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ। এই ঘটনায় আহত ১২ জন। ঘটনাস্থলে পুলিশ। ঘটনাটি ঘটেছে মায়াপুর দুই নম্বর অঞ্চলের গোপীনাথপুর এলাকায়।
জানা গেছে, ওই এলাকায় বাসিন্দা রঘুনাথ বাগ তাঁর তিন বিঘা পুকুরের পাড়ে জেসিবি লাগিয়ে মাটি কাটছিলেন। সেই মাটি ট্রাক্টরের করে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযোগ এলাকার বাসিন্দা সুকুমার বাগের অনুমতি না নিয়ে তাঁর জায়গার ওপর দিয়ে জোর করে ট্রাক্ট নিয়ে যাচ্ছিল। সুকুমারবাবু তার প্রতিবাদ করতে গেলে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এরপর এই দুই পরিবারের মহিলারা সহ লোকজন লাঠিসোটা নিয়ে বেরিয়ে পরে। এরপরই দুই পক্ষের তুমুল সংঘর্ষ হয়। এই সংঘর্ষে দু’পক্ষের মোট ১২ জন আহত হয়। এই সংঘর্ষের সময় রঘুনাথ বাগের পরিবারের মহিলাদের কাপড় ছিঁড়ে দেওয়া হয় ও শাঁখা ভেঙ্গে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আরামবাগ থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনায় দু’পক্ষই আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে। এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।