পার্থ খাঁড়া, আমাদের ভারত, ১৪ ডিসেম্বর: আজ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একাদশতম “বিদ্যাসাগর স্মারক বক্তৃতা” অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক অরিন্দম চক্রবর্তী একাদশতম বিদ্যাসাগর স্মারক বক্তৃতা প্রদান করেন। তাঁর বক্তৃতার বিষয় “গণতন্ত্রের সংকট, সমানুভূতি এবং উত্তম পুরুষ বহুবচনের ‘সমূহ বিপদ’। এই বক্তব্য অত্যন্ত মনোগ্রাহী ছিল। ‘জন’ ও ‘গণ’র সম্পর্ক নিয়ে একটি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করেন। জন গণ মন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ব্যক্তি ও ব্যক্তি সমূহের মধ্যে প্রভেদ নিয়ে উদাহরণ সহযোগে বক্তব্য রাখেন। এমনকি আমি’র মধ্যে বহুত্ব নিয়েও আলোকপাত করেন। ভারতবর্ষ তথা বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের নামে অভিজাততন্ত্রের প্রবণতা নিয়েও সতর্ক করেন। তাঁর বক্তব্য শ্রোতামনে গভীর ছাপ ফেলে। এই সভার মুখ্য হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘অনুষ্টুপ’ পত্রিকার সম্পাদক অধ্যাপক অনিল আচার্য।