আমাদের ভারত, ১২ জুন: “ডিজিটাল ভারতের ১১ বছরে এদেশকে বিশ্বের শীর্ষস্থানীয় ডিজিটাল অর্থনীতিতে পরিণত করেছে।” বৃহস্পতিবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি লিখেছেন, “মোদী সরকার প্রযুক্তির ব্যবহারকে গণতন্ত্রীকরণ করেছে। ব্যবসায়িক ক্ষেত্রে দেশ তার ডিজিটাল শক্তিকে কাজে লাগিয়েছে। স্বাস্থ্য সেবা, শিক্ষা, বাণিজ্য, অথবা বাণিজ্য যাই হোক না কেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ডিজিটাল বিপ্লবের মাধ্যমে অর্থনীতি এবং সমাজের প্রতিটি ক্ষেত্রেই রূপান্তরিত করেছেন।”