আমাদের ভারত, ১৮ নভেম্বর: করোনা মোকাবিলায় দীর্ঘ সাত মাস বন্ধ ছিল স্কুল। দিন কয়েক আগেই হরিয়ানায় স্কুল খুলেছে। স্কুলগুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হয়েছে। তবে এতেই ঘটেছে বিপত্তি। জিন্দের একটি স্কুলে ১১ পড়ুয়া ও ৮ শিক্ষক করোনা পজেটিভ। ওই স্কুলে পড়ুয়িদের কোভিড টেস্ট করতেই এই তথ্য উঠে এসেছে। ফলে চিন্তায় পরেছে প্রশাসন।
স্কুল পড়ুয়াদের মধ্যে করোনা ধরা পড়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে অভিভাবকদের মধ্যেও। ফলে বাধ্য হয়ে রাজ্যের সব স্কুলের পড়ুয়া ও শিক্ষকদের কোভিড টেস্ট করানোর নির্দেশ দিয়েছে হরিয়ানা সরকার। আনলক ৫-এ রাজ্যের স্কুলগুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশুনা শুরু হয়েছে। কিন্তু তা শুরু করেই বিপত্তি পড়েছে রাজ্য সরকার। তবে বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে হরিয়ানা সরকার।
সরকারি মুখপাত্র জানান, রাজ্যের সব স্কুলে কোভিড বিধি মেনে চলা হচ্ছে। সব পড়ুয়া স্কুলে আসছে না। এদিকে বুধবার উত্তরপ্রদেশ সরকার ঘোষণা করেছে ২৩ নভেম্বর থেকে ওই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলবে। তবে ৫০ % পড়ুয়াই এখন ক্লাসে উপস্থিত থাকতে পারবে।