সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২৬ আগস্ট: নার্সিং হস্টেলে থাকা ১১ জন নার্স আক্রান্ত হলেন কোভিডে। ঘটনাকে কেন্দ্র করে বুধবার, চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরুলিয়া শহরে। এদিন সদর হাসপাতালের পাশে থাকা রেড ক্রস রোডে অবস্থিত এই নার্সিং হোস্টেলে আক্রান্তদের হোম কোয়ারেন্টাইনে থাকার ব্যাবস্থা করে দেওয়া হয়। তাদের বাহ্যিক তেমন কোনও লক্ষণ নেই বলে জানাগেছে। তবে সাবধানতার জন্য এদিনই নার্সিং হোস্টেলে পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে জীবাণুনাশক স্প্রে করা হয়।

ওই হোস্টেলে প্রায় দেড়শ জন নার্স থাকেন। এই প্রসঙ্গে পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপ্যাল সুকোমল বিষয়ী বলেন, “আক্রান্তরা ভাল আছেন। তাঁদের বাহ্যিক লক্ষণ নেই।”


