আমাদের ভারত, ৩১ অক্টোবর: রাজ্যে এসআইআর বা নিবিড় সমীক্ষার পর থেকেই বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে রাজনৈতিক তাপমাত্রা ঊর্ধ্বমুখী। বিজেপি তৃণমূলকে লাগাতার নিশানা করেছে। তার মধ্যে উত্তর ২৪ পরগনার স্বরূপ নগরের তাড়ালি সীমান্ত থেকে ১১ জন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।
সূত্রের খবর, ধৃতদের মধ্যে নারী ও শিশুসহ দু’জন নাবালকও রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে চোরাপথে সীমান্ত পেরতে গিয়ে ধরা পড়ে তারা। এরপর বিএসএফ তাদের স্বরূপনগর থানার হাতে তুলে দেয়। শনিবার ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা সকলেই কয়েক মাস আগে চোরা পথে পশ্চিমবঙ্গে ঢুকেছিল। কেউ দিনমজুরি করতেন, কেউ বা গৃহস্থালীর কাজে নিযুক্ত ছিলেন, কিন্তু সম্প্রতি রাজ্যে এসআইআর ঘোষণা হওয়ায় ভয় পেয়ে ফিরে বাংলাদেশে পালাতে চেয়েছিলেন।
বিএসএফের এক কর্তা বলেন, রাতের অন্ধকারে তাড়ালি সীমান্তের কাছে কাঁটাতারের ফাঁক দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল তারা। টহলদাররত জওয়ানরা তাদের দেখতে পেয়ে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভারতে কোনো অপরাধমূলক কাজে যুক্ত ছিলেন না তারা। কাজ হারানোর ভয়ে তারা নিজের দেশে ফেরার চেষ্টা করছিলেন।
বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে রাজ্য বিজেপি বারবার অভিযোগ করেছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে তৃণমূল। বিজেপি নেতা সজল ঘোষ বলেন,
এসআইআর শুরু হতেই ভয় পাচ্ছেন অনুপ্রবেশকারীরা। এতদিন সরকার তাদের রক্ষা করেছে, এখন বাস্তব ধরা পড়ছে।
পাল্টা তৃণমূলের দাবি, সীমান্ত সুরক্ষার দায়িত্ব অমিত শাহর স্বরাষ্ট্রমন্ত্রকের। যদি অনুপ্রবেশ হয় দায় নিতে হবে কেন্দ্রকেই।
বি এস এফ জানিয়েছে, সম্প্রতি সীমান্ত টহল ও ড্রোন নজরদারি বাড়ানো হয়েছে। যেসব এলাকায় কাঁটাতার নেই সেখানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত জওয়ান।
এক বিএসএফ আধিকারিক বলেন, গত কয়েক সপ্তাহে অনুপ্রবেশ রুখতে একাধিক অভিযান চালানো হয়েছে। স্থানীয়দের সহযোগিতাও নেওয়া হচ্ছে।

