আমাদের ভারত, মালদা, ১ জানুয়ারি: দাদুর বয়স হয়েছিল ১০৫। তিনি বুধবার সকালে তিনি পরলোকগমন করেন। শতবর্ষ পেরিয়ে মৃত্যু। তাই নিজের এবং গ্রামের নাতিরা চাইলেন দাদুর মৃত্যুকে স্মরনীয় করে রাখতে। দাদুকে বিদায় জানাতে শেষযাত্রায় এক অভিনব ব্যবস্থা করেন নাতিরা।
ডিজে বক্স বাজিয়ে রীতিমতো আনন্দ করে দাদুকে দাহ করতে শ্মশানের দিকে এগোলেন তাঁরা। খেললেন আবির। পুড়ল বাজিপটকা। এমনই অভিনব শেষযাত্রার সাক্ষী থাকল মালদার মানিকচক থানার মথুরাপুর এলাকার ধনরাজটোলাগ্রাম।
১০৫ বছর বয়সে মারা যান রফি মাহালদার। তাঁর মরদেহ নিয়েই শ্মশানযাত্রায় বাজল ডিজে। নাচ করতে মেতে ওঠেন গ্রামবাসীরা। হরিনাম সংকীর্তনের পরিবর্তে নাচগান করে শ্মশান যাত্রার নজির অন্তত মালদা জেলায় নেই। মথুরাপুরের মানুষজনও এমনটা দেখে অবাক হয়ে যান। মৃতের এক নাতি সুকুমার মহালদারের দাবি, একশো বছর পার করে দাদু মারা গিয়েছেন। এতেই গোটা গ্রামের মানুষ খুশি। আনন্দ করতে করতেই তারা দাদুকে শ্মশানে নিয়ে যাচ্ছেন।