দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০০ পেরিয়ে গেল, উদ্বিগ্ন কেন্দ্র, কড়া ভাবে বিধিনিষেধ পালনের নির্দেশ

আমাদের ভারত, ১৭ ডিসেম্বর:করোনা ভাইরাসের নয়া রূপ ওমিক্রন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১০০ পেরিয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে সাংবাদিক বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছেন, কোভিডের পূর্ববর্তী রূপগুলির থেকেও ওমিক্রন অনেক বেশি সংক্রামক। বিশ্বের ৯১টি দেশে ইতিমধ্যেই ওমিক্রন ছড়িয়েছে বলে জানা যাচ্ছে।

ওমিক্রন ছড়িয়ে পড়ার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে দেশের উনিশটি জেলাকে চিহ্নিত করা হয়েছে। কড়াভাবে কোভিড বিধিনিষেধ মেনে চলার কথা বলা হয়েছে। মাস্ক পড়া, শারীরিক দূরত্ব বজায় রাখার মতো বিধিগুলিকে কঠোরভাবে প্রয়োগ করার কথা বলা হয়েছে। প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো, ভিড়-অনুষ্ঠান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

শুক্রবার দিল্লিতে ১০ জন ওমিক্রন আক্রান্তের খবর পাওয়া গেছে। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দেশের মধ্যে সবচেয়ে বেশি। এখনো পর্যন্ত মহারাষ্ট্রে ৩১জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এছাড়াও কর্নাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধপ্রদেশ সহ ১১টি রাজ্যে ওমিক্রন আক্রান্তের খবর পাওয়া গেছে।
অন্যদিকে, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৪৪৭। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩৯১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *